বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিনকে দাফন

September 25, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিনকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শুক্রবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় গল্লাসাঙ্গন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর উপস্থিতিতে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছমির উদ্দিন মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিবেশমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ফনি চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান ও সদস্যসচিব শুভাশিষ দে শুভ্র প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com