বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ জনকে জরিমানা

April 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা করা ও মাস্ক না পরার অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার ৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ৫টি মামলায় ৫জনকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা এই জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মেনে বিকেল ৪টার দিকে হাজীগঞ্জ বাজারের বেশিরভাগ দোকান বন্ধ হয়। তবে কিছু দোকানে বেচাকেনা হচ্ছিল। এছাড়া অনেকে মাস্ক না পরে অচথা ঘোরাফেরা করছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা করা ও মাস্ক না পরার অপরাধে ৫ জনকে জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com