বড়লেখায় স্বেচ্ছাশ্রমে রাস্তার দুইপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করলো তরুণরা

January 9, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির (কাঠালতলী) স্থানীয় কয়েকজন তরুণ সমাজসেবার নজির স্থাপন করেছে। শুক্রবার স্বেচ্ছাশ্রমে তরুণরা সাইটিংবাজার এলাকায় কাঠালতলী-তেরাকুড়ি রাস্তার দুইপাশের ১ কিলোমিটার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন।
সরেজিমেন দেখা গেছে, তরুণদের কেউ ঝাড়ু দিচ্ছেন। কেউ ময়লা আবর্জনা টুকরিতে ভরছেন। কেউ তা নির্দিষ্ট স্থানে রেখে আগুনে পুড়িয়ে দিচ্ছেন। কেউ সড়কের পাশে গজিয়ে ওঠা ছোটখাটো ঝোঁপঝাড় পরিস্কার করছেন। এসব তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজার (মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক) থেকে পশ্চিম দিকে গেছে কাঠালতলী দক্ষিণ গ্রামের (সাইডিং বাজার) রাস্তা। রাস্তাটি সুজানগর ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের রাস্তার সঙ্গে মিশেছে। কাঠালতলী দক্ষিণ এলাকায় একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত ১০টি গ্রামের মানুষ আসা-যাওয়া করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটখাটো যানবাহনও চলাচল করে। সড়কে দুইপাশে ছোটবড় বেশ কয়েকটি মুদি দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে এসব দোকান থেকে পলিথিনসহ ময়লা সড়কের পাশেই ফেলা হয়। এগুলো কখনও পুড়ানো বা সরানো হয়নি। ফলে ময়লা-আবর্জনাগুলো পচে পরিবেশ দূষিত হয়। এছাড়া সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের কারণে সড়কও কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। সম্প্রতি স্থানীয় তরুণ সাঈব আহমদ ইয়াসের রাস্তার দুইপাশ পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেন। বিষয়টি তিনি এলাকার কয়েকজন তরুণকে জানান। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা থেকে এলাকার ১০-১২ জন তরুণ সাইডিংবাজার এলাকায় কাঠালতলী-তেরাকুড়ি রাস্তার দুইপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এই কার্যক্রমের উদ্যোক্তা সাঈব আহমদ ইয়াসের বলেন, সাইংডিয়ে এক সময় বড় বাজার ছিল। এই এলাকার অনেক ঐতিহ্য আছে। এই এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। রাস্তার দুপাশে বেশ কয়েকটি মুদি দোকান আছে। এসব দোকান থেকে পলিথিনসহ বিভিন্ন ধরনের ময়লা সড়কের দুইপাশে ফেলা হয়। এসব ময়লা-আবর্জনা কারণে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে। তেমনি বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে তা পরিস্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিই। পরে এলাকার ছোটবড় কয়েকজনের সাথে বিষয়টি শেয়ার করি। তারা তাতে সাড়া দেন। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী শুক্রবার থেকে কাজ শুরু করেছি। এ দিন প্রায় এক কিলোমিটার পরিস্কার করেছি। এসব জায়গায় জীবানুনাশক ¯েপ্র ছিটিয়েছি। পাশাপাশি যেসব মুদি দোকানারি রাস্তার পাশে ময়লা ফেলতেন তাদের সচেতন করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় মুদি দোকানদার রফিক উদ্দিন বলেন, অনেকেই দোকানে পরিস্কার করে পলিথিনসহ ময়লা সড়কের পাশে ফেলে দিতেন। আজকে এলাকার কয়েকজন তরুণ মিলে রাস্তার দুইপাশ পরিস্কার করেছেন। তারা আমাদেরও এবিষয়ে সচেতন করেছেন। এখন থেকে আমরা আমাদের দোকানে পলিথিনসহ যা জমবে তা পুড়িয়ে ফেলবো।
কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য গৌছ উদ্দিন বলেন, রাস্তার দুই পাশ পরিস্কার-পরিচ্ছন্ন দেখে অনেক সুন্দর লাগছে। অতীতে কেউ এভাবে পরিস্কার-পরিছন্ন করেনি। এলাকার পরিবেশ রক্ষায় তাদের মতো সবাইকে এগিয়ে আসা উচিত।
দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন জানান, যেকোনো কাজ সবাই মিলে এক সাথে করলে তা সহজ হয়। তা কাঠালতলী দক্ষিণ গ্রামের তরুণরা প্রমাণ করেছে। আসলে তারা রাস্তার দুইপাশ পরিস্কার-পরিচ্ছন্নতার যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। সকালে আমি তাদের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেছি। তাদের মতো সবার উচিত নিজ এলাকার রাস্তা-ঘাট পরিস্কার করা। তাহলে দেশ বদলে যাবে, এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com