বড়লেখায় ২০০ ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল ১৩৪ ব্যালট উদ্ধার ও বাতিল

আব্দুর রব॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নৌকা প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক প্রিসাইডিং অফিসারের নিকট থেকে ২০০ ব্যালট পেপার ছিনিয়ে ১৩৪টিতে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা আড়াইটায় এই ঘটনা ঘটে। এসময় নৌকায় সিল মারা ১৩৪টি ব্যালট উদ্ধার করে তা বাতিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মাসুদ আহম্মদের কক্ষে ঢুকে নৌকা প্রার্থীর ৪ জন সমর্থক জোরপূর্বক ২০০ ব্যালট ছিনিয়ে নেয়। পরে তারা প্রিসাইডিং অফিসারের কক্ষে ১৩৪টি ব্যালটে সিল মারে। খবর পেয়ে অন্য প্রার্থী ও তাদের সমর্থকরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মাসুদ আহম্মদ বিকেল তিনটায় বলেন, হঠাৎ আমার কক্ষে ঢুকে নৌকার প্রার্থীর সমর্থক পরিচয় দিয়ে চার ব্যক্তি ২০০ ব্যালট ছিনিয়ে নিয়ে ১৩৪টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারে। ভয়ে আমি কাউকে বলতে পারিনি। পরে সবাই দ্রুতএগিয়ে এলে তারা ব্যালট রেখে পালিয়ে যায়। তবে তাদের চিনতে পারিনি। এসময় নৌকায় সিল মারা ১৩৪টি ব্যালট উদ্ধার করা হয়েছে। এগুলো বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন