বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুর রহমান এর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

August 9, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ শহিদুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী ৯ আগষ্ট সোমবার এক শোকবার্তায় বলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাদরদী শহিদুর রহমান এলাকার শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী। তার মৃত্যু আওয়ামী লীগের জন্য এক বিরাট ক্ষতি।

পরিবেশমন্ত্রী মরহুম শহিদুর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন  এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য শহিদুর রহমান রবিবার রাত ১২ ঘটিকার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com