বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন-লতিফ সভাপতি, ইকবাল সম্পাদক

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল লতিফ সভাপতি, ইকবাল হোসেন স্বপন সাধারণ সম্পাদক, যৌথভাবে মাহফুজুল করীম ও খালেদ আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৫ মে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রথমবারের মতো উপজেলা কৃষক লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমা আক্তার খানম এমপি। সম্মেলন শেষে কাউন্সিলারদের সম্মতিক্রমে জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৭ জনের নাম উল্লেখ করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির নেতৃবৃন্দ হলেন-সহসভাপতি আব্দুল হক ও সোনাহর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দে, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম ও খালেদ আহমদ।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফকে আহ্বায়ক ও ইকবাল হোসেন স্বপনকে সদস্য সচিব করে বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়। ৫ বছরেও পূর্ণাঙ্গ কমিটি আলোর মূখ দেখেনি। ফলে আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল দলীয় কার্যক্রম। সম্প্রতি জেলা কৃষক লীগের নির্দেশে বৃহস্পতিবার কাউন্সিলারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন