বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন

September 13, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। শনিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ৩ স্তরের কমিটি অনুমোদন দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সুত্রে জানা গেছে, ফয়সল আহমদকে আহবায়ক, তারেকুল ইসলাম তারেক, নুরুল ইসলাম সুজন, আবেদ আহমদ আবিদ, সাদিকুর রহমান সাদিক, জুনেদ আহমদ শিমুল, খায়রুল ইসলাম সবুজ, সিরাজুল ইসলাম রিপনকে যুগ্ম আহবায়ক এবং আরিফুল ইসলামকে সদস্য সচিব করে গঠিত ২১ সদস্যের উপজেলা ছাত্র দলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে ফাহিম শাহরিয়ারকে আহবায়ক, রাসেল আহমদ, এমদাদুল হক সজিব, আব্দুস সামাদ উজ্জল, আবু বক্কর সিদ্দিক নাহিদ, রাবু আহমদকে যুগ্ম আহবায়ক ও তানভির আনজুম শুভকে সদস্য সচিব করে ১৯ সদস্যের পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

অপরদিকে জাফর আহমদকে আহবায়ক, অলিউর রহমান জাবের, আমিনুল ইসলাম সাকিল, মাহিন আহমদ তরফদার, শাকিল শাহরিয়ারকে যুগ্ম আহমাদ ও মনসুর আহমদ প্রিন্সকে সদস্য সচিব করে গঠিত ২০ সদস্যের সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রতিটি ইউনিটের আহবায়ক কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com