বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি এনাম, সম্পাদক অজয়

November 24, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পৌর শহরের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন সভাপতি ও দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কুমার দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের রিটার্ণিং অফিসারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৭ জন শিক্ষক ভোটারের মধ্যে ২৬৮ শিক্ষক ভোট প্রদান করেন।

সভাপতি পদে প্রধান শিক্ষক এনাম উদ্দিন পেয়েছেন ১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হায়দার পেয়েছেন ১১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে সিনিয়র শিক্ষক অজয় কুমার দাস পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনিয়র শিক্ষক মো. সোহরাব হোসাইন পেয়েছেন ১১৯ ভোট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com