ভারতীয় পাতার বিড়িসহ পেশাদার চোরাকারবারী গ্রেফতার
November 1, 2020,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক অভিযান চালায়। ৩১ অক্টোবর শনিবার এ এস পি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা হতে ৪২,০০০ শলাকা ভারতীয় পাতার বিড়িসহ পেশাদার চোরা কারবারী জনৈক১। মো.আব্দুল আলী(৫৫), পিতা-মৃত মো.আব্দুল নূর ও ২। আহমদ আলী(২২), পিতা- মো.আব্দুল আলী, উভয়ের সাং-ধীতেশ^র, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার’দ্বয়কে গ্রেফতার করে। উলে¬খিত ঘটনায় র্যাব বাদীহয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আলামতসহগ্রেফতার কৃত আসামিদ্বয়কে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।
মন্তব্য করুন