(ভিডিওসহ) জেলা প্রশাসক কর্তৃক মাস্ক ও লিফলেট বিতরণ

July 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

২৮ জুলাই মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের  নেতৃত্বে জেলা প্রশাসনের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার সদরের চৌমুহনা পয়েন্ট, চাঁদনীঘাট এলাকা, সেন্ট্রাল রোড, কোর্ট রোড এবং কুসুমবাগ এলাকায়।

জেলা প্রশাসক রাস্তায় হেঁটে হেঁটে সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ ও সচেতন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, নির্বাহী ম্যাজেস্ট্রেট সুমন চন্দ্র দাশ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এবং জেলা প্রশাসনের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com