ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

June 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ নিরাপদ খাদ্য এবং ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ৮ জুন বুধবার মৌলভীবাজার কুলাউড়ার উপজেলার রবিরবাজার, উত্তর রবির বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, রেষ্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি টিম রবির বাজার এলাকায় অবস্থিত ফুড কেয়ার রেষ্টুরেন্টের সার্বিক কার্যক্রমে সন্তষ্টি প্রকাশ করলেও ফ্রিজের মধ্যে বাসি খাবার পাওয়া যাওয়া উক্ত প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা এবং উত্তর রবির বাজারে অবস্থিত সুলতানা ভেরাইটিজ ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম রাখার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com