ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক কোরবানীর প্রাণীর হাটে তদারকি এবং মাস্ক বিতরণ

July 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার মোকাম বাজার ও স্টেডিয়াম মাঠে অবস্থিত এবং শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের কোরবানীর প্রাণীর হাটে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি কার্যক্রমে করোনাকালীন সময়ে প্রাণী ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরিধান করে হাটে প্রবেশের অনুরোধ জানানো হয়। সবাইকে সামাজিক দূরত্ব মেনে প্রাণী ক্রয় বিক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়। যাদের কাছে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্কের উপকারিতা বর্ণনা করে হাটে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রেরিত সঠিকভাবে চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে সংরক্ষণ  বিষয়ক লিফলেট তাদের মাঝে বিতরণ করা হয়।

পাশাপাশি কোরবানীর প্রাণীর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের কাছে থেকে অতিরিক্ত মাশুল না নেওয়ার জন্য হাট ইজারাদারদের  অনুরোধ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com