মাটি কাটায় ব্রিকসফিল্ড ম্যানেজার ও এক্সকেভেটর চালকের ২ বছরের জেল

September 26, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় সরকারি খাসজমির উপরি ভাগের মাটি (টপ সয়েল) কেটে শ্রেণি পরিবর্তন করায় দুই ব্যক্তিকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ২৬ সেপ্টেম্বর দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। একই সময় অবৈধভাবে মাটি কাটায় নিয়োজিত দুটি ট্রাক্টর ও একটি এক্সকেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন স্থানীয় বন্ধন ব্রিকসের ব্যবস্থাপক দুলাল সাহা (৪৫) ও এক্সেকেভেটর চালক সুহেল রানা (৩০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সরকারি খাসজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) এক্সকেভেটরের (খননযন্ত্র) মাধ্যমে গভীর করে কেটে ইট তৈরীর জন্য ইটভাটায় নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে স্থানীয় বন্ধন ব্রিকসের ব্যবস্থাপক দুলাল সাহা ও এক্সকেভেটর চালক সুহেল রানাকে আটক করা হয়। এরপর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি পরিবহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর ও একটি এক্সকেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়। পরে ট্রাক্টর দুটি থানায় ও এক্সকেভেটর (খননযন্ত্র) স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। অভিযানে বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ‘বেশ কিছুদিন ধরে সরকারি খাস জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরপরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন। এসময় দুটি ট্রাক্টর, একটি এক্সকেভেটরসহ হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জেল দেওয়া হয়। অনিয়মের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com