মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো ইসলামি সংস্কৃতি শ্রীমঙ্গল তালকিন শিল্পীগোষ্ঠি’র উপদেষ্টা কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সংস্কৃতি মানুষের জীবন’কে করে তোলে সুন্দর, সুচারু, পরিশীলিত ও পরিমার্জিত। আর এই সংস্কৃতি যদি হয় সুস্থ ও সবল ইসলামিক ধারার, তবেই তাঁর জীবনটা হবে সফল। সুস্থ ধারার সংস্কৃতির উৎস হলো ইসলাম। আর এর মূলে রয়েছে কুরআন ও সুন্নাহ। ইসলামি সংস্কৃতি ছাড়া অন্য কোন সংস্কৃতি সুস্থ ধারার সংস্কৃতি নয়। ইসলামি সংস্কৃতি হচ্ছে একটি মানবতাবাদী সংস্কৃতি। এবং আধুনিক সংস্কৃতির মূলে রয়েছে ধর্মহীনতা, বেহায়াপনা ও উলঙ্গপনা, এতে নেই কোন মানবিকতা, নৈতিকতা ও শালীনতা। সার্বজনীন সংস্কৃতি যা কোন দেশ, জাতি, ভাষা, বর্ণে সীমাবদ্ধ নয়, তাই মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হলো ইসলামি সংস্কৃতি। শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ সাতকড়া রেস্টুরেন্ট হল রুমে আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন তালকিন শিল্পীগোষ্ঠির উপদেষ্টাবৃন্দ। বিশিষ্ট আলেম কাজী মাওলানা মো. নাছির উদ্দিন’র সভাপতিত্বে আহমদ হাবীব নিয়াজ ও মো. আব্দু ওয়াহিদ’র যৌথ পরিচালনায় তালকিন শিল্পী গোষ্ঠি’র উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কাজী মাওলানা মো. নাছির উদ্দিন’কে প্রধান উপদেষ্টা করে ডা. নাজেম আল কোরেশী রাফাত, শাসছুদ্দোহা খানঁ আবু বকর, আনোয়ার হোসেন জসিম, আমজাদ হোসেন বাচ্চু, মাহমুদুল হাসান মামুন, মো. আব্দুল মুমিন, আব্দুল্লাহ্ আল মামুন, আকরামুল হক সোহাগ, মুহিবুর রহমান জুয়েল, মাইনুল ইসলাম সানী’সহ ১২জনকে উপদেষ্টা ও নূর ইসলাম নুরু’কে সমন্বয়কারী করে শ্রীমঙ্গল তালকিন শিল্পী গোষ্ঠির উপদেষ্টা কমিটি গঠন করা হয়। তালকিন শিল্পীগোষ্ঠি’র পবিচালক আহমদ হাবিব নিয়াজ বলেন, বর্তমান যুগে পত্রিকা ও রেডিও এবং স্যাটেলইট টেলিভিশন এর পাশাপাশি ইউটিউব চ্যানেলও অত্যন্ত জনপ্রিয় শক্তিশালী গণযোগাযোগ মাধ্যম। তাই তালকিন শিল্পীগোষ্ঠি’র সকল গজল ইউটিউব চ্যানেল স্টুডিও রেকর্ডসে পাওয়া যাবে। তালকিন শিল্পীগোষ্ঠি’র সহকারি পবিচালক আব্দুল ওয়াহিদ বলেন, আমরা প্রায় ৮ মাস যাবৎ আলিফ রেকর্ডস নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের চ্যানেলে ইসলামিক সংগীত, অভিজ্ঞ ক্বারীগণ দ্বারা কোরআন তেলওয়াত এবং আবৃত্তি’সহ ইসলামিক সংস্কৃতির আয়োজ থাকবে।
মন্তব্য করুন