মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার অন্যতম মাধ্যম হলো গণমাধ্যম শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে- অধ্যক্ষ আহাদ চৌধুরী

বিকুল চক্রবর্তী॥ সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার অন্যতম মাধ্যম হলো গণমাধ্যম। তাই মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী গণমাধ্যমকমীরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন।
৩১ আগষ্ট শুক্রবার রাত ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মজুমদার, মিনহাজুর রহমান, মো: খালেকুর রহমান।
মতবিনিময় কালে প্রেসক্লাবের পক্ষ থেকে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মত বিনিময় কালে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তী, আরটিভির স্টাপ রিপোর্টার ও প্রেসক্লাবের সহসভাপতি চৌধুরী ভাস্কর হোম, প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদার, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন, জয়বার্তার প্রধান সম্পাদক বঙ্গকবি লুৎফুর রহমান, ভোররের কাগজ প্রতিনিধি সুমন বৈদ্য, নিউজ টুডের প্রতিনিধি রুপম আচার্য্য, আমার বার্তার প্রতিনিধি জহিুরুল ইসলাম ও সাংবাদিক ময়ল চক্রবর্তী প্রমূখ।
এ সময় বক্তারা আরো বলেন, একটি চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেয়ার পায়তারায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের সজাগ থাকতে হবে।
মন্তব্য করুন