মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

June 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র স্ত্রী লায়লা আরজুমান্দ বানু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন  এমপি।

পরিবেশ মন্ত্রী ২৯ জুন সোমবার  এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, লায়লা আরজুমান্দ বানু (৭১)  সকাল আনুমানিক ৭:৪৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে  ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু  সম্মিলিত সামরিক হাসপাতালে  ভর্তি হন।  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  সুস্থ হয়ে বাসায় ফিরে আসলেও  লায়লা আরজুমান্দ বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে  চিকিৎসাধীন ছিলেন ।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি   লায়লা আরজুমান্দ বানু গাজীপুরে  এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।  তাঁর  পিতার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ    লায়লা আরজুমান্দ বানু  ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লায়লা আরজুমান বানু ২ কন্যা, এক  পুত্র এবং ৬ জন নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয়  কবরস্থান সংলগ্ন মাঠে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com