মুরাদ খান ফাউন্ডেশরে উদ্যেগে শীতবস্ত্র ও সুপেয় পানির ফিল্টার বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মুরাদ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতের শুরুতেই শীতার্ত লোকদের মধ্যে শীতবস্ত্র এবং সাথে সুপেয় পানির ফিল্টার বিতরণ করেছে।
২৯ অক্টোবর শনিবার প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার পৌর মেয়র মোঃ¡ ফজলুর রহমান।
একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম তরফদার ইমন এর সভাপতিত্বে ও সমাজকর্মী শামিম আহমদের সঞ্চালনায় ও পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যাবসায়ী ও অসহায় মানুষের আপন মানুষ মুরাদ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বশির খান। একাটুনা ইউনিয়ন বিভিন্ন গ্রামের ১০০ জন লোক কে সুপেয় পানির ফিল্টার ও ১০০ কে শীতবস্ত্র দেওয়া হয়েছে।
আলহাজ্ব বশির খানের নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে মৌলভীবাজার জেলা ও দেশের বিভিন্ন জায়গায় অনেকের ঘরবাড়ি স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে একাটুনা ইউনিয়নে বিভিন্ন অলিতে-গলিতে তার অবদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একাটুনা বাজার ও গ্রামে লাইটিং ও একাটুনা বাজার মসজিদ নির্মাণেও এগিয়ে এসেছেন তিনি। রমজান মাস আসলে প্রতি রমজানেই কয়েকশো পরিবারের কাছে পৌঁছে যায় রমজান সামগ্রী ও নগদ অর্থ।
উল্লেখ্য, আলহাজ্ব বশির খান প্রতিবছরই নিজস্ব অর্থায়নে মুরাদ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন।
মন্তব্য করুন