মোবাইল কল ও ইন্টারনেট সেবার চার্জ ২৫% করার দাবি
বিশেষ প্রতিনিধি॥ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, ঢাকা মেট্রো বারের সাবেক সভাপতি এড. আবেদ রাজা এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা এক যৌথ বিবৃতিতে বাংলাদেশে মোবাইল কল ও ইন্টারনেট সেবার চার্জ ২৫% এ নামিয়ে আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।
তাঁরা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আর্তমানবতার সেবার জন্য বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করছে। বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার কোম্পানিগুলো পার্শ্ববর্তীসহ অন্যান্য দেশের তুলনায় অনেক উচ্চমূল্য গ্রহণ করে। বাংলাদেশে বর্তমানে অনেক কিছু বন্ধ থাকলেও মানুষেরা অধিক মাত্রায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহার করছে। এতে কোম্পানিগুলো অধিক মাত্রায় ব্যবসা করছে। জনস্বার্থে মোবাইল ও ইন্টারনেট সেবার কোম্পানিগুলো তাদের সেবার চার্জ কমিয়ে আনলে বিপন্ন মানুষেরা মনে করবে তারা কোম্পানিগুলোর কাছ থেকে খাদ্য সামগ্রীই পাচ্ছে।
এই অসহায়জনক অবস্থায় তারা যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে মহত্বের পরিচয় দেবে। তাঁরা বর্তমান মোবাইল কল ও ইন্টারনেট সেবার চার্জের ৫০% মওকুফ, ২৫% কোম্পানীগুলোকে দেয়া এবং বাকী ২৫ % দিয়ে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ গরীব, দুঃখীদের উপকারের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেন। ইতোমধ্যে গ্রামীণফোন কিছু পদক্ষেপ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে নেতৃদ্বয় গ্রামীণফোন কোম্পানীকে আরো অধিক মাত্রায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান যাতে অন্যরা বিষয়টি অনুকরণ করতে পারে।
মন্তব্য করুন