শ্রীমঙ্গল থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
June 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পূর্ব সিরাজনগর এলাকা থেকে জামাল মিয়া নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, ২৮ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কেরে পূর্ব সিরাজনগর এলাকায় একটি ঝোপের মধ্যে গলাকাটা লাশ দেখে তারা পুশিকে খবর দেন। নিহত জামাল মিয়া পূর্ব সিরাজনগর এলাকার বারিক মিয়ার পুত্র। ভোরে তাকে মুঠোফোনে ঘর থেকে ডেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একই এলাকায় এনে হত্যাকান্ড ঘটানো হয়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। নিহত যুবক সিএনজি অটো রিক্সা চালক ও এলাকায় দাদন ব্যবসার সাথে জড়িত ছিল। পুলিশ প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।
মন্তব্য করুন