মৌলভীবাজারে এডাবের কর্মশালা অনুষ্ঠিত

June 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারেÒStrengthening Risk Communication and Community Engagement and Vaccine Comemunication for COVID-19 Prevention” এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুন Association of Development Agencies in Bangladesh – ADAB এর সহযোগিতায় মৌলভীবাজার শহরস্ত রেস্ট ইন হোটেলের হলরুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন সুবিনয় দত্ত, এডাব প্রজেক্ট কো-অর্ডিনেটর, মোঃ বাবুল আখতার বিভাগীয় সমন্বয়কারী, এডাব সিলেট বিভাগ, এস এ হামিদ, ইডি, ম্যাক বাংলাদেশ, মোঃ তহিরুল ইসলাম মিলন প্রধান নিবার্হী, এমসিডা শ্রীমঙ্গল, মো. আব্দুল মালিক সভাপতি, এডাব মৌলভীবাজার, মোঃ মেহেদি হাসান, সিনিয়র ষ্টেশন ম্যানেজার, রেডিও পল্লীকণ্ঠ, মৌলভীবাজার। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেদী হাসান সুজন, জেলা সমন্বয়কারী, এডাব মৌলভীবাজার, রোকসানারা আক্তার আইএসপি, এডাব। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ফিল্ড কো-অর্ডিনেটর এডাব জনাব সাইফুল রহমান চৌধুরী । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এডাব এর সহযোগী সংগঠন ম্যাক বাংলাদেশ, এমসিডা, সৃষ্টি, ভিএসডিও, এমকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফোকাল পারসন ও ভলান্টিয়ারগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com