মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ

November 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজার জেলায় এবছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

এদিকে এসএসসি ফল ঘোষণা হওয়ার পর থেকে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। কাঙ্খিত ফল অর্জন করতে পেরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সোমবার ২৮ নভেম্বর দুপুরে শহরের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয় সরেজমিনে দেখা যায়, কিছু কিছু শিক্ষার্থী স্কুলে আসছেন। ১২টার পরপরই সবাই অনলাইনে ফলাফল দেখলেও কেউ কেউ এসেছেন স্কুলে ফলাফল দেখতে।

শিক্ষার্থী ও অভিভাবকরা বোর্ডে নিজেদের কাঙ্ক্ষিত ফল দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা বাবা-মাকে জড়িয়ে ধরে কাঙ্খিত ফল পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। অভিভাবকরা আনন্দে কেঁদে ফেলেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায়, এবার এসএসসি পরীক্ষায় তাদের প্রতিষ্ঠানের ৯৮.৬৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া মোট ২২৩ জন পাস ও ১১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় ৯৭.৬৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এছাড়া ১২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ২০৮ জন পাস করেছেন। এছাড়াও শহরের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান এবার এসএসসি পরীক্ষায় ৯৭.১৭ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। যেখানে ৫২জন শিক্ষার্থী জিপিএ-৫ সহ মোট ১০৬ জন পাস করেছেন।

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। এই বোর্ডের অধীন চার জেলার মধ্যে মৌলভীবাজারে ৭৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া সিলেট জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ,  সুনামগঞ্জে ৭৯ দশমিক ৯৫ শতাংশ ও হবিগঞ্জে ৭৭ দশমিক ৮৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com