মৌলভীবাজারে করোনার টিকা গ্রহনে আগ্রহ বাড়ছে

February 9, 2021,

স্টাফ রিপোর্টার॥ টিকা গ্রহনের পর কোন প্রকার পার্শ প্রতিক্রিয়া না হওয়ায় ৩য় দিনে এসে মানুষের মধ্যে টিকা গ্রহনের আগ্রহ বেড়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ৮টি বুথ ও প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩টি করে মোট ২৬টি বুথে টিকাদান ও রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দূপুর আড়াইটা পর্যন্ত টিকা দেয়া হচ্ছে।
সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান ৩য় দিন ৯ ফেব্রুয়ারী  মঙ্গলবার দূপুর ১ ঘটিকা পর্যন্ত শুধু সদর হাসপাতালে ৮ টি বুথে ৮৮০ জনকে এ পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে টিকা দিয়েছেন ২৬২০ জন। রেজিষ্ট্রেশন হয়েছে সাড়ে ৮ হাজার। মানুষের মধ্যে কিছু অজানা আতঙ্ক কেটে যাওয়ায় টিকা গ্রহনে আগ্রহ বাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com