মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৩৫ জন, নতুন করে আক্রান্ত নেই

May 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে এ পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন মোট ৩৫জন। সর্ব শেষ গেল ৬মে বুধবার কুলাউড়া উপজেলার একজন করোনাক্রান্ত হন। ঢাকা,নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষের ছোঁয়ায় পর্যায়ক্রমে সবাই আক্রান্ত হয়েছেন এমনটা জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলায় মোট লকডাউনকৃত বাসা-বাড়ি রয়েছে ৫০টির উপরে। হোম কোয়ারেন্টাইন থেকে এ পর্যন্ত ১৪০০ এর বেশি মহিলা/পুরুষ বের হয়েছেন। মোট হোম কোয়ারেন্টইনে ছিলেন ২ হাজার এর কাছাকাছি।
মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ ৮ মে শুক্রবার বিকেলে যায়যায়দিনকে জানান, জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা একজন ব্যক্তিরও রিপোর্ট পজেটিভ আসেনি। তিনি বলেন,লকডাউন অমান্য করে বাহিরের জেলার ব্যক্তিগণ মৌলভীবাজার ঢুকে পড়ায় তাদের মাধ্যমেই সবাই আক্রান্ত হয়েছেন। এদিকে ২৪ ঘন্টায় মৌলভীবাজার জেলায় কেউ আক্রান্ত হননি। গত ৩/৪দিনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল সুপার ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো,চিকিৎসক ও নার্সসহ মোট ৬জন করোনাক্রান্ত হন। হাসপাতাল থেকে যাতে নতুন করে ভাইরাস না ছড়াতে পারে সেজন্য গেল বুধবার থেকে আপাতত চিকিৎসাসেবা কার্যক্রম সীমিত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com