করোনা উপসর্গ নিয়ে কাগাবলায় এক মৎস্য ব্যবসায়ির মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলায় করোনা উপসর্গ জ¦র,কাশি ও স্বাস কষ্ট নিয়ে মাছ ব্যবসায়ি নিমাই উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার মধ্যরাতে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের সাতপাক কুনাপাড়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিমাই ঔই এলাকার বলা মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কর্তব্যরত ডাক্তাররা মৃত ব্যাক্তির শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।
এই নিয়ে মৌলভীবাজার জেলায় মোট ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন, করোনা উপসর্গ নিয়ে মৃতু হয়েছে ১৬ জনের।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম মুঠোফোনে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনকে জানালেন মৌলভীবাজার সদর উপজেলার ৪ নং কাগাবলা ইউনিয়নের সাতপাক গ্রামের নিমার উদ্দন নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
দাফন-কাফনে অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর মৌলভীবাজার সদর উপজেলা টিম প্রধান এ্যাডভোকেট ফজলে এলাহী সেলিম, সহকারী টিম প্রধান সাব্বির আহমদ, টিম সদস্য আহমদ জুনাইদ ও মোহাঃ আব্দুর রউফ।
মন্তব্য করুন