ফেলে রাখা নবজাতকের দায়িত্ব নিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় ফেলে রাখা নবজাতকের দায়িত্ব নিলেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি সুহেল আহমদ।
স্থানীয় সূত্র জানাযায়, বুধবার ২৪ মে সকাল ৯ টার দিকে হিলালপুর এলাকার ফতেপুর ভিলায় দেয়ালের ভেতর তীর মিয়া নামে এক ব্যাক্তি ঘাস কাটতে গেলে দেখতে পান একটি নবজাতক জীবিত ছেলে শিশু পড়ে রয়েছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মডেল থানার ওসি সুহেল আহমদ সহ একদল পুলিশ ঘটনা স্থলে ছুটে আসেন। পুলিশ জীতিব শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। নিয়ে আসেন। নাবজাতকটি হাসপাতালে নিবির পর্যবেক্ষনে রয়েছে।
এ ব্যাপারে ওসি সুহেল আহমদ বলেন, শিশুটির পিতা মাতার সন্ধান না পাওয়া পর্যন্ত তার চিকিৎসা সহ নিজের সন্তানের মত দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন সারাদেশে পালিত হচ্ছে বল্য বিবাহমুক্ত দিবস সেই দিন নাবজাতকটি উদ্ধার হওয়া নাম রেখেছেন মুক্ত।
মন্তব্য করুন