মৌলভীবাজারে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

November 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল ১১ টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মো: ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আক্তার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: বর্নালী দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।

মেলায় মোট ৬৮টি বিভিন্ন স্টল রয়েছে। এরমধ্যে সরকারী ২৯টি, বেসরকারী ২০টি, আর্থিক ১০টি ও শিক্ষার ৯টি স্টল অংশগ্রহন করছে। বেশ কয়েকটি সরকারী স্টলে মেলাতেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করছে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সংসদ সদস্য নেছার আহমদ বলেন, শুধু মেলায় সবকিছু সহজলভ্য করলে হবেনা বাস্তবে লোকজনদের সেবা প্রদান করতে হবে, তবেই প্রধানমন্ত্রীর এই প্রোগ্রামের সফলতা আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com