মৌলভীবাজারে প্রতিবন্ধীদের নগদ অর্থ সহায়তা প্রদান

July 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা দুর্যোগে অসহায় অবস্থায় আছেন শারীরিক প্রতিবন্ধীরা। অন্যের ওপর নির্ভরশীলরা আরো বেশি বিপদে। নিজ এবং পরিবারের বিভিন্ন জনের আয়-উপার্জন বন্ধ থাকার ফলে খাদ্য সংগ্রহসহ মৌলিক প্রয়োজন মেটানোর নেই অর্থ। এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসি আব্দুল খালেদ কয়েস।
মৌলভীবাজারে করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই সহায়তা পেয়ে প্রতিবন্ধীদের চোখেমুখে খুশি আর আনন্দ ফুটে ওঠেছে।
রোববার ২৬ জুলাই মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে ৫০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে নগদ ১ হাজার টাকা করে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর জালাল আহমদ ও কাউন্সিলর আয়াছ আহমদ।
এ সময় মেয়র মো. ফজলুর রহমান বলেন, অসহায় প্রতিবন্ধীদের দেখে খারাপ লাগে। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালেদ কয়েস সাহেবের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এভাবে অবস্থাসম্পন্ন সকল মানবিক মানুষ প্রতিবন্ধীদের সাহায্য করবে বলে আমরা প্রত্যাশা করি।
এ সময় তিনি দেশের সমস্যা ও সকল সংকট মুহূর্তে সাধ্য অনুযায়ী দুস্থদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি প্রতিবন্ধীদের নিরাপদ থাকতে তাদের উদ্দেশ্যে সচেতনমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। যাদের এখনো প্রতিবন্ধী কার্ড হয়নি তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেন। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে পূর্বের ন্যায় আগামীতেও সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com