মৌলভীবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

November 15, 2022,

স্টাফ রিপোর্টার॥ “দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।

মঙ্গলবার ১৫ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পরে অতিথিরা প্যারেড পরিদর্শন করেন। তারপর পরই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমানের সভাপতিত্বে ও আঁখি পালিতের সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেকে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা যে কোন দূর্ঘটনা ও দূর্যোগে কাজ করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। নিজের জীবনবাজি রেখে প্রতিনিয়ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই জীবন দিয়েছেন অনেকে আহত হন। তারপরেও তারা দায়িত্ব পালনে যথেষ্ট আন্তরিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) উপ-সহকারী পরিচালক মহসিন প্রধান। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ফায়ার স্টেশনে অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি প্রদর্শন ও উদ্ধার মহড়া এবং সচেতনতামূলক র‌্যালীর আয়োজন করা হয়। ১৫-১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com