মৌলভীবাজারে ফুটবল একাডেমির জার্সি বিতরণ
February 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার ২৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার এম স্ফাুর রহমান স্টেডিয়াম হল রুমে খেলোয়াড়ের মধ্যে জার্সি বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
জার্সি বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা ফুটবল একাডেমির সহ-সভাপতি রায়হান আহমদ, মৌলভীবাজার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক তনজু খান, পরিচালক মাহবুব ইজদানি ইমরান, পরিচালক কোষাধ্যক্ষ মুজিবুর রহমান জছনু, প্রধান কোচ জামান আহমদ, ওয়াহিদুজ্জামান দুলাল, ফয়জুর রহমান সুহেল।
এসময় একাটুনা, চাঁদনীঘাট, জগৎসী, সদর, আমতৈল, আখাইকুড়া, কাগাবলা ইউনিয়নের ৭০ জন খেলোয়াড়কে জার্সি দেয়া হয়।
মন্তব্য করুন