মৌলভীবাজারে সেই ইউপি সদস্যকে বরণ

বিকুল চক্রবর্তী॥ নির্বাচনের ৫ বছর পর শপথ নেয়া শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সেই ইউপি সদস্য শেখ উপরু মিয়া মহালদারকে বরণ করে নিয়েছে তার ইউনিয়ন পষিদের চেয়ারম্যান ও অনান্য সদস্যরা।
১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে সংবর্ধনা প্রদানের মাধ্যমে তাকে বরণ করে নেন তারা। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত।
কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুলের সভাপতিত্বে এ সময় ইউনিয়নের অনান্য সদস্য ও মহিলা সদস্য ছড়াও বিভিন্ন ওয়ার্ডের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিগত ২০১৬ সালের ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের বর্তমান ধর্ম বিষয়ক সম্পাদক শেখ উপরু মিয়া মহালদার। নির্বাচনের দিন তার ভোট সেন্টারে ভোট গ্রহন শেষে প্রথমে বিজয়ী হিসেবে তার নাম ঘোষনা করা হয়। পরে অল্প সময়ে ব্যবধানে তার নিকটতম প্রার্থী আব্দুল মুকিতকে বিজয়ী দেখানো হয়। পরে তিনি মামলা করলে পুন: গণে তার ভোট বেশি পেয়ে দীর্ঘ ৫ বছর বিচারিক কার্য শেষে আদালত তার পক্ষে রায় দেয়।
এ ব্যাপারে কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল বলেন, উপরু মিয়া দায়িত্বকালের ৫ বছর শেষ হয়েগেছে। মাস দু একের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার কথা। তবে যে কয়দিনই আছে এই সময়ের তার পুরো পরিষদ তার সকল কাজে সহায়তার আশ্বাস দেন।
মন্তব্য করুন