মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত

জনি বেগম/পলি রানী দেবনাথ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার ও জেলা প্রশাসনের আয়োজনে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ১৯৭১ সালের ২০ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্ভাগ্যজনকভাবে মাইন বিস্ফোরণে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরন উপলক্ষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্বক অর্পনের মধ্য দিয়ে স্মৃতিচারন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুর রহমান। জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন