মৌলভীবাজারে হজ্ব প্রশিক্ষণ ও খানকা মাহফিল

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে হজ্ব প্রশিক্ষণ ও খানকা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খানকা পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
১৮ মে রবিবার বাদ মাগরিব মৌলভীবাজার শহরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো: মিলাদ হোসেন, সমাজসেবি মো: একলাছুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপি নেতা মো: ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ নেতা মাওলানা এম এ আলিম, হাফিজ মাওলানা এনামুল হক ও মাওলানা সৈয়দ ইউনূস আলী, বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী মাওলানা মুজাহিদুল ইসলাম বুলবুল প্রমুখ।
এছাড়া মাহফিলে আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটির নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত ৫ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
খানকা শেষে হজ্বের গুরুত্বপূর্ণ আহকাম ও জিকিরের গুরুত্বের উপর আলোচনা পেশ করেন প্রধান অতিথি। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন