মৌলভীবাজারে ৩ দিনব্যাপী ইলেকশন রিপোর্টিং প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নিউজ নেটওয়ার্ক ও ইন্টারনিউজের আয়োজনে ও ইউএসএইড এর সহযোগীতায় ৩ দিনব্যাপী ইলেকশন রিপোর্টিংয়ের উপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে মৌলভীবাজার রেস্ট ইন হোটেল এর হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, ট্রেইনিং কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, ফারহানা রহমান, বিশেষ প্রতিনিধি ৭১ টিভি, ইন্টারনিউজের বাংলাদেশ প্রোগ্রাম কর্মকর্তা শাখাওয়াত হোসেন।
প্রশিক্ষণে জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ গ্রহন করছেন। প্রশিক্ষণটি আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য করুন