মৌলভীবাজার এসআর প্লাজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে
May 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার এসআর প্লাজার সকল ব্যবসা প্রতিষ্ঠান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এসআর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মনসুর আখন্দ জানান, ব্যবসায়ী-ক্রেতা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনসুর আখন্দ বলেন, মার্কেটের সকল ব্যবসায়ীরা একমত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত স্বাস্থ্যবিধি মেনে ১০ মে থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।
মন্তব্য করুন