মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার
May 8, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার জেরিন চা বাগান ফ্যাক্টরি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ পরিদর্শন করেন সিলেট বিভাগ এর বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ।
৬ মে শুত্রুবার এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান, মৌলভীবাজার লেডিস ক্লাবের কবিতা ইয়াসমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন