মৌলভীবাজার জেলা কারাগার থেকে ৪ বন্দির মুক্তি

May 9, 2020,

সাইফুল্লাহ হাসান॥ করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় মৌলভীবাজার জেলা কারাগার হতে ৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার ৯ মে দুপুরে জেলা কারাগার সূত্রে জানা যায়, ৮ জনের মুক্তি দেওয়ার জন্য আদেশ আসে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ৪ বন্দিকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি ৪ জন অর্থদণ্ড পরিশোধ করলে তাদের মুক্তি দেওয়া হবে।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ারুজ্জামান বলেন, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু বন্দি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার জেলা কারাগার থেকে মোট ৮ জনকে মুক্তি দেওয়ার জন্য আদেশ আসে।
তিনি বলেন, মোট ৮ জনের মধ্যে ৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকী ৪ জন অর্থদণ্ড দিলেই তাদের মুক্তি দেওয়া হবে। তবে তাদের সাজা মওকুফ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com