(ভিডিওসহ)মৌলভীবাজার জেলা পরিষদ ৪ হাজার ৫শ দুস্থ পরিবারকে ত্রান দিয়েছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৪হাজার ৫শ দুস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরন করেছে জেলা পরিষদ করোনা পরিস্থিতিতে মৌলভীবাজার জেলা পরিষদ ২য় বারের মতো ৪হাজার ৫শ দুস্থ পরিবারকে ত্রান দিয়েছে।
১৪ মে বুহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ চত্তরে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে দুস্থ ও অসহায় মানুষদের হাতে ত্রান তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষতি আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদসহ জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
পরে জেলার সাতটি উপজেলায় ৪ হাজার ৫শ দুস্থ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, আটা, চিনি, সুজি, সেমাই, তেল ও সাবান রয়েছে। করোনা পরিস্থিতিতে এর আগে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে ৫ হাজার পরিবারকে ত্রান ও ৭শ কৃষি পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে।
মন্তব্য করুন