মৌলভীবাজার জেলা পুলিশের নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

March 9, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নারী দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ মার্চ সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে নারী দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান। বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার রিজার্ভ অফিসের আরও -১ জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যগণ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com