মৌলভীবাজার জেলা যুবদল নেতা জগলুল হক মতিন সন্ত্রাসী হামলায় নিহত

July 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা যুবদল নেতা জগলুল হক মতিন বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার নিহত হয়েছেন। ৯ দিন সিলেটের একটি হাসপাতালে মৃত্যুরসাথে পাঞ্জালড়ে বৃহস্পতিবার ২ জুলাই ভোর রাতে তার মৃত্যু হয়। জগলুল হক মতিন মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের বেকামুরা এলাকার আরিফুল হকের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়েছে।
উল্লেখ্য গত ২২ জুন সোমবার জগলুল হক মতিন জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com