মৌলভীবাজার জেলা যুবলীগের হুইল চেয়ার ও তৈরী খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী,সফল রাষ্ট্র নায়ক দেশরতœ শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উলপক্ষে আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে হুইল চেয়ার ও তৈরী খাদ্য বিতরণ করা হয়। ২৮ সেপ্টেম্বর বুধবার পৌরসভার মুক্তমঞ্চ প্রাঙ্গণে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমনের সঞ্চালনায়।
হুইল চেয়ার ও তৈরী খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমানসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের মাঝে ৮ জনকে হুইল চেয়ার ও ৩০০ জনকে মাঝে খাদ্য বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র) দরগা মসজিদ মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম বার্ষিকী উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য করুন