মৌলভীবাজার জেলা যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ

September 7, 2023,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও কেন্দ্রীয় নির্দেশ মেনে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার ৬ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শান্তি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের এস আর প্লাজার সামনে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হকের নেতৃতে মিছিলটি বের হয়।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।’

বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com