মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মাহফুজ শাকিল॥ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ২২ নভেম্বর রাতে ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে কমিটিতে সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি খালেদ পারভেজ বখশ, প্রণীত রঞ্জন দেবনাথ, শ. ই. সরকার জবলু, সাধারণ সম্পাদক এম. মছব্বির আলী, যুগ্ম সম্পাদক দুরুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেকুল ইসলাম তালুকদার, বিকুল চক্রবর্ত্তী ও আতাউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মোক্তাদির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফজ শাকিল ও এম. সামছুল হক, দপ্তর সম্পাদক বুলবুল খান, সহ-দপ্তর সম্পাদক আজিজুর রহমান রোমেল, প্রচার সম্পাদক পিন্টু দেবনাথ, সহ-প্রচার সম্পাদক মেরাজ আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রোমান আহমদ, সহ- প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৈয়ব আলী, প্রকাশনা সম্পাদক চৌধুরী মোঃ মেরাজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সারওয়ার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুলতানুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মামুনুর রহমান চৌধুরী মসু মানবাধিকার বিষয়ক সম্পাদক মোনায়েম খান, সাহিত্য সম্পাদক নাজমুল বারী সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সদস্যরা হলেন- শেখ মাহমুদুর রহমান, মো: জহিরুল ইসলাম, ফজলুর রহমান।
মন্তব্য করুন