মৌলভীবাজার মডেল থানা পুলিশের হাতে মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেপ্তার

September 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের দিক নির্দেশনায় এসআই, মোঃ সাব্বির আহসান, এসআই, জিয়াউল ইসলাম, এসআই, মোঃ কামাল উদ্দিন, এসআই, মোঃ আলমগীর মিয়া ও অন্যান্য অফিসার ফোর্সসহ সদর থানা এলাকায় শুক্রবার ২৫ সেপ্টেম্বর শুত্রুবার অভিযান পরিচালনা করেন।

অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী  ইমরান মিয়া, পিতা- লং মিয়া, সাং- খুশালপুর, থানা ও জেলা- মৌলভীবাজার কে ২০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায়ী,আব্দুল হান্নান (৩৬), পিতা-মকরম উল্যা, সাং- ভাঁদগাও, থানা ও জেলা- মৌলভীবাজার কে ২০ পিছ ইয়াবা সহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর-৩১২/১৯ এর আসামী মাহবুবুর রহমান রাজন (২৩), পিতা- আব্দুল হান্নান, সাং- ছড়ারপাড় (মাতারকাপন),থানা ও জেলা- মৌলভীবাজার এবং জিআর-১৬৭/১৫ এর পরোয়ানাভুক্ত আসামী আলী হোসেন, পিতা- আব্দুল্লাহ, সাং – আদর্শগ্রাম, কাগাবালা, থানা ও জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এসআই মোঃ সাব্বির আহসান সঙ্গিয় ফোর্সের সহায়তায় ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত জিআর-১৪/১৯ এর আসামী জুবায়ের মিয়া, পিতা- আফতাব উদ্দিন, সাং- হামরকোনা, থানা ও জেলা- মৌলভীবাজার এবং জিআর-১৯৩/১২ এর পরোয়ানাভুক্ত আসামী ড্রাইবার শিপন মিয়া, পিতা- আজির উদ্দিন, সাং- হামরকোনা, থানা ও জেলা- মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য যে, কোন অপরাধের তথ্য উপাত্ব সঠিক পাওয়া গেলে কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com