(ভিডিওসহ) মৌলভীবাজার মুক্ত দিবস পালিত

December 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ ৮ ডিসেন্বর হানাদার মুক্ত হয়েছিলো মৌলভীবাজার। ওই দিন ভোরে জেলা শহরের প্রবেশদ্বার মনুব্রীজসহ বিভিন্ন স্থাপনা পাক বাহিনী ধ্বংস করে পালিয়ে যায়। এরপর মুক্ত হয় মৌলভীবাজার শহর। উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাড্য বিজয় মিছিল বের হয়ে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ,বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক,সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৬ (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,মুক্তিযুদ্ধকালীন বিএলএফ এর মৌলভীবাজার জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মাহমুদুর রহমান,মুক্তিযুদ্ধকালীন বিএলএফ এর গ্রুপ (মৌলভীবাজার জেলা) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ অন্যান্যরা। মুক্ত দিবস উপলক্ষে সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com