মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে বিট পুলিশং সভা

August 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ পুলিশ ও জনগনের দুরত্ব কমানোর লক্ষ্যে মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন অডিটরিয়ামে বিট পুলিশিং নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চুর সভাপতিত্বে ও আব্দুল জলিলের সঞ্চালনায় উক্ত বিট পুলিশিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ হুমায়ুন কবির, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাব্বির আহসান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শিহাবুর রহমান শিহাব প্রমুখ।

খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ওলিউর রহমান, খালিছ মিয়া,ও আশরাফ আলী খান, উক্ত অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়াডের সদস্য নাজমূল ইসলাম, ২নং ওয়াডের সদস্য তাহির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান ইলিয়াস মিয়া, আব্দুর রব্বান ও সংরক্ষিত মহিলা সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন মাদক, সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধ সহ আইনী সহায়তা প্রত্যাশী সবাইকে নিজ নিজ সঠিক ও সত্য বক্তব্য সরাসরি পুলিশের নিকট উপস্থাপন করার জন্য অনুরোধ করেন। কোনভাবেই কোন টাউট বাটপার, দালাল ও স্বার্থান্বেসি কারও প্ররোচনায় যেন কেউ না পড়ে সেই বিষয়ে সকল জনপ্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com