মৌলভীবাজার সদর হাসপাতাল কেন্দ্রে করোনা টিকার বরাদ্দ শেষ

স্টাফ রিপোর্টার॥ টিকাদান কর্মসূচি শুরুর সাত দিনের মাথায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে করোনা টিকার বরাদ্দ শেষ হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে শেষ টিকাটি প্রয়োগ করা হয়।
বিষয়টি মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো নিশ্চিত করে বলেন, সদর হাসপাতালে প্রথম ধাপে ৫ হাজার ৫০০ টিকা এসেছিল। ফলে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি থেকে কেউই টিকা পাবেন না।
তিনি আরও বলেন, পরবর্তী ধাপে টিকা আসার পর রেজিস্ট্রেশনকৃত সকলেই ধারাবাহিকভাবে টিকা পাবেন।
সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সদর হাসপাতালের ৮ টি বুথে প্রথম দিন থেকে স্বতস্ফূর্তভাবে টিকা নিয়েছেন এখানকার বাসিন্দারা।
এদিকে করোনার টিকাদান কর্মসূচির সপ্তম দিনে মৌলভীবাজার জেলায় টিকা নিয়েছেন ২৯৫৫ জন। এদের মধ্যে ১ হাজার ৮৫৩ জন পুরুষ এবং ১ হাজার ২২২ জন নারী রয়েছেন।
রোববার ১৪ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, মৌলভীবাজার সদরে ৮৪০ জন, রাজনগরে ২৮০ জন, কুলাউড়ায় ৪৪২ জন, বড়লেখায় ৩৬০ জন, কমলগঞ্জে ৩২৪ জন, শ্রীমঙ্গলে ৫২২ জন এবং জুড়ীতে ১৮৭ জন।
এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার ১৮ হাজার ১২৪ জনকে টিকা দেয়া হয়েছে। যাদের মধ্যে পুরুষের সংখ্যা ১১ হাজার ৪৮১ জন এবং নারীর সংখ্যা ৬ হাজার ৬৩১ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত কেউই বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেননি।
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে টানা বিকেল ৩টা পর্যন্ত চলে টিকাদান কার্যক্রম।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৮টি এবং প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে তিনটি বুথে দেয়া হয় করোনার টিকা। তবে টিকার বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় এখন আপাদত বন্ধ থাকবে এই কার্যক্রম।
মন্তব্য করুন