মৌলভীবাজার সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

September 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আদিবাসীদের পানপুঞ্জি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকালে শহরের প্রেসক্লাব চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলার সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট জাডলী ডেরিক প্রেন্টিস,বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি রাধা পদদেব সজল, বাসদ আহবায়ক এড ময়নুল রহমান মগনু,বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মৌলভীবাজার জেলার কো-অর্ডিনেটর আ.স.ম সালেহ সোহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কুলাউড়া ডলুছড়া ও ভেলুয়া পান পুঞ্জিতে সামাজিক বনায়নের নামে খাসি সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। তাদেরকে চলাচলে বাঁধা সৃষ্টির মাধ্যমে আতংকিত করে তোলা হচ্ছে। যা স্বাধীন একটি দেশের জন্য লজ্জার। খাসি-গারোদের জীবন-জীবিকার নিরাপত্তাসহ ভূমি অধিকার নিশ্চিতের দাবী জানান বক্তারা।
পরে প্রধানমন্ত্রী বরাবরে নয়দফা দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com