মৌলভীবাজার সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে মানববন্ধন

October 17, 2020,

স্টাফ রিপোর্টার॥ সারা দেশব্যাপী সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে স্ব স্ব কলেজে ৪ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকা হতে ১১ ঘটিকা পর্যন্ত জেলা সদরে অবস্থিত দ’ুটি সরকারি কলেজ যথাক্রমে মৌলভীবাজার সরকারি কলেজ ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চার দফা দাবীসমূহ : যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান করতে হবে। চাকুরীকালীন বকেয়া পরিশোধ করতে হবে। বয়সের কোন উর্দ্ধসীমা থাকবে না।

মানববন্ধন কর্মসূচি মৌলভীবাজার সরকারি কলেজের কম্পিউটার অপারেটর দেবাশীষ রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অফিস সহকারী ফয়েজ আহমদ, মোঃ সামছুদ্দীন, সেমিনার সহকারী মোঃ আরিফুল ইসলাম, অফিস সহায়ক মমতাজ বেগম ও কালাচান সরকার।

বক্তারা বলেন চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করা না হলে সারা দেশের সরকারি কলেজের বেসরকারী কর্মচারীরা  পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com