মৌলভীবাজার ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ৫৫ জন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৫৫ জন। উপসর্গ নিয়ে ২ জনরে মৃত্যু হয়েছে। কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামের আরতি মালাকার (৫৫) উপসর্গ নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে মারা যান। মৃত্যুর বিয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাঃ ফয়ছল জামান। অপর দিকে উপসর্গ নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকার যুক্ত্যরাজ্য প্রবাসী আবাদুর রশিদ মারা যান। তাঁর স্বাসকষ্ট ও জ¦র দেখা দিলে গত ২৯ জুলাই নুরজাহান প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অক্সিজেন লেবেল নেমে যাওয়া একটি আইসিইউ এ্যম্বুলেন্সে করে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ৩০ জুলাই বিকেল সাড়ে ৪ টায় মৃত্যুবরণ করেন।
শনিবার ৩১ জুলাই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট অনুয়ায়ী মৌলভীবাজার জেলার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৬ শতাংশ।
নতুন শনাক্ত ৫৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১ জন, জুড়ীর ৮ জন, শ্রীমঙ্গলের ১৫ জন, কমলগঞ্জের ১৪ জন, কুলাউড়ার ১২ জন, রাজনগরের ৫ জন। গত একদিনে বড়লেখায় শনাক্ত নেই। এ নিয়ে জেলায় ৫ হাজার ৪১৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১১৮ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪৬.৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৫,৪১৯ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩,৭৬৪ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৬০ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন।
মন্তব্য করুন