মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল:  করোনার টিকাদানে প্রস্তুত বুথ

February 6, 2021,

মোঃ আব্দুল কাইয়ুম রবিবার ৭ ফেব্রুয়ারি মৌলভীবাজারসহ সারা দেশে একযোগে শুরু হবে করোনার আনুষ্ঠানিক টিকাদান কর্মসূচি। এরই মধ্যে কর্মসূচি বাস্তবায়নে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রস্তুত হয়েছে মোট ৮টি বুথ। যেখানে চিকিৎসক ওস্বাস্থ্যকর্মী,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ সম্মুখ সারির করোনাযোদ্ধাদের মধ্যে প্রায় ১হাজার ৩শ ৬০ জন ব্যক্তি সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেন,মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। তবে রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আগামীকাল রোববার ৭ ফেব্রয়ারি সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রথম করোনার টিকা (ভ্যাকসিন) গ্রহণের মধ্যেদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি। সদর হাসপাতালে স্থাপিত ৮টি বুথে সংসদ সদস্য’র সাথে আরো ৭জন ব্যক্তি একই সাথে করোনার টিকা নেবেন বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা: বিনেন্দু ভৌমিক জানান,সদর হাসপাতালে স্থাপিত ৮টি বুথে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ১৬জন স্বাস্থ্য কর্মীর পাশাপাশি ৩২ জন স্বেচ্ছাসেবী দ্বায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন,পাশাপাশি সদর ২৫০ শয্যা হাসপাতালেও মোট ৮টি বুথ প্রস্তুত করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, প্রথমধাপে মৌলভীবাজার জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসেছে। আর এডি সিরিঞ্জ এসেছে ৬৪হাজার ৮শতটি। প্রথম পর্যায়ে ৩০হাজার মানুষকে এ টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা টিকা প্রদানের জন্য সদর হাসপাতালে ৮টি বুথ থাকবে। আর প্রতিটি উপজেলায় থাকবে ৩টি করে বুথ । টিকাদান কর্মসূচির পাশাপাশি রেজিস্ট্রেশন  কার্যক্রমও অব্যাহত রয়েছে। সর্বশেষ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলার ৬টি উপজেলায় করোনা টিকা ও সিরিঞ্জ পাঠানো হয়েছে। রাজনগরে ৩ হাজার ৫ শত ডোজ, কুলাউড়ায় ৫ হাজার ৫ শত ডোজ, জুড়ীতে ২ হাজার ৫ শত ডোজ, বড়লেখায় ৪ হাজার ডোজ, কমলগঞ্জে ৪ হাজার ডোজ, শ্রীমঙ্গলে ৫ হাজার ডোজ এবং সদর ২৫০ শয্যা হাসপাতালে ৫ হাজার ৫শত ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছে গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com